লেডি ব্রেবোর্ন- Tameka Hazra

তুমি নিজের মহিমায়,আজও যেমন মাথা উঁচু করে দাড়িয়ে আছো.. আগামী দিনেও আমার মতো তেমনি হাজার হাজার মেয়ের স্বপ্ন পূরনের লক্ষ্যে তাদেরকেও কাছে ডেকে নেবে.. মাতৃস্বরূপা হয়ে তাদেরকেও শিখিয়ে যাবে নিয়ম,সংযমতা.. স্নেহ ভরে দেবে জ্ঞান, এগিয়ে নিয়ে যাবে জীবন গড়ার আরেক অধ্যায়ে.. তোমাকেও আমার মতন করে ভালোবেসে তাদের জীবনের সোনালী দিন গুলো কাটিয়ে দিয়ে যাবে,তোমার প্রত্যেক ইটে থেকে যাবে হাসির কলরব, পরীক্ষার টেনশনের প্রহর, ভালো রেজাল্ট এর আনন্দ, কখনো একটু কম নম্বরের মনখারাপ.. কোনোকিছুই তোমাকে ছাড়া হবে না.. তুমি তাদেরও শেখাবে. নম্বর ঝোলা শুধু না ভরে, ভরে নাও প্রিয় ম্যামদের শেখানো মনুষত্ব এর শিক্ষা , যা জীবনকে সুন্দর করে তুলবে, করে তুলবে পরিপূর্ণ। ক্লাসরুমের গল্পগুলো তো সারাজীবনের জন্য তোমার কাছেই জমা থাকবে.. তাই তো শেষ দিনটায় যখন তোমার কাছ থেকে তারাও আমার মতো তাদেরও সোনালী দিন গুলো নিয়ে আসতে চাইবে.. পারবে না… কারন ওগুলো যে তোমার কাছে আজীবনের জন্য বন্দক,নিয়ে ফিরতে হবে শুধু তোমার কাছে কাটানো সোনালী দিনগুলোর স্মৃতির হাতছানি, তোমার বুক জুড়ে অবাধ বিচরনের প্রহর গুলো,আর চোখের কোনটা অজান্তেই চিকচিক করে উঠবে তোমাকে নিয়ে সারাজীবন গর্ব করার আনন্দে, আর জীবনের সেরা অধ্যায় কাটানোর মুহূর্ত গুলো কে মনের মনি কোঠায় লিখে রাখার অধিকারে

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *