লকডাউন ও করোনাবোদ্ধা –  সপ্তর্ষি নাগ

এদেশে মানুষ দুটো বিষয়ে বরাবরই ওস্তাদ | ক্রিকেট আর রাজনীতি | মানে কোহলির স্টার্কের বলটা কেমনভাবে খেলা উচিৎ ছিল সেটা কোহলির চেয়ে বেশি জানে পাড়ার মোড়ের পচাদা | আম্ফানে সরকার কি কি করলে পারতো তাবড় তাবড় রাজনৈতিক মাথা বা আমলাদের চেয়ে বেশি জানেন চায়ের দোকানের পল্টুদা | ট্রাম্প কেন মাঝে মাঝে দুটো বিশেষ দেশকে উস্কে দেন সেটা তাঁর সেক্রেটারি অফ স্টেটের চেয়ে অনেক ভালো জানেন সেলুনের ভজাদা |

আজকাল অবিশ্যি ক্রিকেট বন্ধ থাকায় পল্টু, পটল সবারই কোভিড বিষয়ে জ্ঞান দেওয়ার প্রবণতা বেড়ে গেছে | কোহলি, রোহিত সবাই যে লকডাউন করছে | আমরা লকডাউনের গুষ্টির পিন্ডি চটকালেও কোহলি, রোহিতের শট নিয়ে যে সময় দিতাম সেটা পুরো ঢেলে দিয়েছি পুঁচকে ভাইরাসটাকে | কোহলির মতো দাড়ি রাখলেই হলো, রোহিতের মতো হাসি দিয়ে সেলফি তুলে ফেসবুকে ছাড়লেই হলো | আর মাঝে মাঝে একটু মেরে দিতে হবে ‘স্টে হোম, স্টে সেফ’, ‘স্টে ব্লেসেড’ মার্কা ইংরেজি বুলি | পারলে ডিপি তেও দিয়ে দাও রকে আড্ডা মারতে মারতে |কে মাথার দিব্যি দিয়েছে ওসব সেলেব্রেটির কথা শুনে লকডাউন মানতে? ওদের স্টাইল স্টেটমেন্ট ঝেঁপে দিলেই লাইক বেড়ে যায় | থোড়ি ওদের জ্ঞান শুনতে হবে !

যাই হোক, আমাদের করোনাবিদ্যার জন্ম হয়েছিল এক অসাধারণ তত্ব দিয়ে মাসতিনেক আগে -করোনা ফোরোনা সব ঠান্ডা দেশের রোগ | এদেশে তখন ও হালকা শীত ছিল | যাইহোক করোনাবোদ্ধারা দিয়ে দিলেন এক্সপার্ট ওপিনিয়ন – গ্রীষ্মের আগমনে করোনার বিনাশ অবশ্যম্ভাবী | গ্রীষ্ম সেঞ্চুরি হাঁকালো, বর্ষা ইনিংস শুরু করেছে | করোনার মৃত্যু প্রতিদিন এদেশ নতুন রেকর্ড গড়ছে | করোনাযোদ্ধারা নিঃশব্দে কাজ করছেন আর করোনাবোদ্ধারা স্টান্স পাল্টেছেন একশো আশি ডিগ্ৰী | এখন বলছে শীতটা পড়ুক না একবার | করোনার কত ধানে কত চাল দেখা যাবে | লকডাউনএর সাত পুরুষ সারা, চোদ্দ হতে বেশিদিন নেই |

এরই মধ্যে আবার নতুন বোমা | ভাইরাস মালটা কেটে কেটে এখন দুবলে গেছে | ওটার এখন শেষকৃত্য বাকি | লকডাউন চলছে কিন্তু | ভুলবেন না | একশ্রেণীর বোদ্ধা আবার তত্ত্ব দিলেন এদেশের মানুষ এমনিতেই সর্দিকাশির ভাইরাস পোষে | আমাদের করোনা ঘায়েল করতেই পারবে না | করোনামৃত্যু সরকারি তথ্যে নয় হাজার ছাড়ালো | লকডাউন চলছে কিন্তু | পাড়ার হাবুদা আবারএরমধ্যে হোয়াটস্যাপ এ ভাইরাল করে দিলেন নতুন তথ্য – ‘আমাদের হার্ড ইমিউনিটি হয়ে গেছে| আসুক এবার শালা করোনা ‘! হার্ড ইমিউনিটি এই কদিনে ! অবশ্য আমাদের হাবুদা সব জানে ! ঐতো প্রথম জানিয়েছিল পাকিস্তান পঙ্গপাল পাঠিয়েছে | এরইমধ্যে পাশের পাড়ার বল্টু কাউন্সিলর বগল বাজিয়ে দাবী করলেন ‘ধুস করোনা !ছাড়ো না !হালকা জ্বর হবে, দুটো ক্যালপল মেরে দেবে, ও বাপ বাপ করে পালাবে ‘ | করোনায় আক্রান্ত তিনলাখ ছাড়ালো | লকডাউন চলছে কিন্তু | মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছি যদি চায়ের দোকানে বসে নতুন তত্ত্বটা বানানোর আগে এটা চোখে পড়ে |

এর মধ্যে অবশ্য হাইড্রক্সিক্লোরোকুইন (উচ্চারণ করতেই কেমন ভয় ভয় লাগে, মনে জোরও আসে, ওষুধ হো তো আইসা হো, বরনা না হো, দু অক্ষরের ওষুধে থোড়াই সারবে করোনা ), আর্সেনিকা না কি হাবিজাবি, তুকতাক, ফুকফাক,( ফ শুনেই লাফাবেন না ) সুরা, স্যানিটাইজার, গোমূত্র, পারলে নিজের মূত্র সবই টেস্ট করে ফেলা হয়েছে কিন্তু করোনা মারতে | হোয়াটস্যাপ এও নাই নাই করেও প্রচুর নোট পড়েছি করোনামায়ের প্রতিকারক খুঁজতে | ইস স্কুলে পড়ার সময় কেন যে হোয়াটস্যাপ ছিল না ! পাড়ার মোড়ের দোকানে বলে রেখেছি ‘হোয়াটস্যাপ এ কিন্তু খবর এসেছে এমাসেই ভ্যাকসিন আসছে | আমার জন্য দুপিস রেখো বাবা | নাহয় দুপয়সা বেশিই নিও’ | যাই হোক, লকডাউন কিন্তু চলছে | এদেশ এখন করোনামৃত্যুতে নবম | করোনা আক্রান্ত সংখ্যায় চতুর্থ | ইস, এই অবস্থান যদি আমাদের একবারও অলিম্পিক এর টেবিলে হত ! নিউজিল্যান্ড করোনা মুক্ত হয়েছে | কি সাহস করে গজুদার কানে দিয়েছিলাম কথাটা ! বলে দিলো ‘ভারত মাতা কি জয় ! ওদেশের জনসংখ্যা আমাদের একটা জেলার থেকে কম |’ আমতা আমতা করে বোঝাতে গিয়েছিলাম যে ওখান থেকে ভালো শিক্ষাটা নিলে ক্ষতি কি ! দেশদ্রোহী বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলো |

শহরের সবজান্তা সিধুজ্যাঠা রবিদাও বললো ‘ধুস করোনা ! ওতে মেরেকেটে দু পার্সেন্ট উইকেট যাবে, টিবিতে কত খসে জানিস ! ‘একশো চল্লিশ কোটির যদি দশ শতাংশের ও হয় আর তার দুই পার্সেন্ট মানে আঠাশ লক্ষ | মুখ ভয়ে শুকিয়ে গেল | একটা লোকবোঝাই অটো মুখের উপর একরাশ কালো ধোঁয়া ছেড়ে বেরিয়ে গেল | ‘ফুচকা, ফুচকা ! দশ টাকায় সাত পিস | করোনা অফার |’ লকডাউন চলছে কিন্তু | হঠাৎ খবর পেলাম পাশের বাড়ির ত্রিশ বছরের হাসিখুশি ছেলেটা চলে গেছে করোনাতে | একটা লোক ও মৃতদেহ তুলতে আসেনি | লকডাউন চলছে তো ! দিয়া জ্বালাও, থালা বাজাও, থালা বাজাকে বোল ভাইয়া আল ইজ ওয়েল !

News Reporter

2 thoughts on “লকডাউন ও করোনাবোদ্ধা – সপ্তর্ষি নাগ

  1. Last line is awesome…
    Jubi dubi jubi dubi CORONAAAA
    Jubi dubi NA MANBONA
    50 Lakhs, 1 Crore Ja hoi hok
    AMRA MANBONAAAA.

  2. Everyone is making about Corona their own hypothesis which best suits their purpose.Now science and epidemiology do not go like this and such misconceptions can further hamper our progress in post-corona-apocalyptic world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *