অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ড কাপ আর কিছু শিক্ষা

জীবনের অনেকগুলো শিক্ষা অস্ট্রেলিয়া দলটা একবারে দিয়ে গেলো গতকাল | প্রথমেই বলি নিবেশ বা ইনভেস্টমেন্টের কথা | আজকালকার ক্রিপটোকারেন্সির যুগে লম্বারেসের মানুষদের নিয়ে চর্চা কমই হয় | তাই মিচেল মার্শকে দীর্ঘদিন থেকে অস্ট্রেলিয়া যখন খেলিয়ে যাচ্ছিল বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে, তাকে নিয়ে আর নির্বাচকমন্ডলীকে নিয়ে বিশেষজ্ঞ মতামতে ভরে গিয়েছিলো, ক্রিকেট দুনিয়া | তাছাড়া স্বল্পমেয়াদি রিটার্ন ও তো তেমন আকর্ষক ছিল না মার্শের | অবিশ্যি তাতে যেওফ্রে মার্শের পুত্র আর শন মার্শের ভাইয়ের দক্ষতা নিয়ে বিন্দুমাত্র সন্দিগ্ধ হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া | ম্যাচের পর ম্যাচ খেলানো হয়েছে তাকে | আমাদের দেশে সূর্য যাদব একটা ম্যাচে ভালো না খেললেই তাকে বসানো হয় বা আম্বাতি রায়াদুকে দুবছর খেলানো হয় বিশ্বকাপের চার নম্বরের কথা ভেবে আর কেবল দুটো ম্যাচ খারাপ খেললেই তাকে বিশ্বকাপের টিকিট অবধি দেওয়া হয় না | ফাইনাল ম্যাচের আগে মার্শের পারফরমেন্স ছিল এই ওয়ার্ল্ড কাপে কেবল একটা পঞ্চাশ ছয় ম্যাচের পরে আর মাত্র বাইশের গড়ে পয়ত্রিশ ম্যাচের পরেও কেবল শ আটেক রান | অলরাউন্ডার হলেও তাকে দিয়ে বেশি বল ও করায় না টিম ম্যানেজমেন্ট | অথচ ফাইনাল খেলায় প্রায় একা কুম্ভ হয়ে নিউজিল্যান্ডকে আরো একবার ফাইনালের স্বপ্নভঙ্গ করালেন মার্শ, ঠিক যেমনটা করেছিলেন ম্যাথু ওয়েড সেমিফাইনালে |

সাধারণত বিশ্বকাপের আগে সম্ভাব্য বিজয়ীর তালিকা করে দেন বিশেষজ্ঞরা | সেখানে ইদানিং ভারত, ইংল্যান্ডের আনাগোনা | নিউজিল্যান্ড বা পাকিস্তান চিরকালের ডার্ক হর্স, হট ফেভারিট তকমা কোনোদিনই ওদের কপালে জোটেনি আর হয়তো জুটবেও না | কিন্তু কোনো তালিকাতে কোনোভাবেই আসেনি অসিদের নাম | এই টুর্নামেন্টের আগে তিনটে সিরিজে নাস্তানাবুদ অসি ব্রিগেড | নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এমনকি বাংলাদেশ ও হেলায় হারিয়েছে অসিদের | শেষ পনেরোটা কুড়ি ওভারের ম্যাচে জয় মাত্র চারটিতে | ওয়েস্ট ইন্ডিজ এমনকি বাংলাদেশের সঙ্গেও নাস্তানাবুদ 4-1 ফলে | তাই পন্ডিতরা টুর্নামেন্ট শুরুর আগেই খরচের খাতায় রেখেছিলেন অস্ট্রেলিয়াকে | কিন্তু রাখে হরি মারে কে? আচ্ছা কতজন ঠিক সেমিফাইনালে পাকিস্তান বা ফাইনালে নিউজিল্যান্ড হারবে ভেবেছিলো? কিন্তু ওই যে, ওস্তাদের মার শেষরাতে | কেন উইলিয়ামসন তাই ফাইনালে হাততালিই দিতে থাকবেন আর কাপ ওঠাবে অন্য দল | আসলে ভদ্রলোকের খেলায় ভদ্রলোক হওয়া ভালো কিন্তু আগ্রাসন ভুলে না | বেশি ভদ্রলোক মাঠে হলে হাততালিই দিতে হবে, কাপ নিয়ে যাবে বেশি আগ্রাসী দলটা | উনিশে ইংল্যান্ড বা এবার অস্ট্রেলিয়া |

অনেকে টস নিয়ে গেল গেল শুরু করেছেন | উনিশের ফাইনালেও তারা অসন্তুষ্ট ছিলেন | বাউন্ডারির নিয়মটা ঠিক হজম হয়নি তাদের| তারা অবশ্য ভুলে গেছিলেন সারা টুর্নামেন্টে কেবল একটা ম্যাচ বাদে কেমন খেলেছিল ইংল্যান্ড | এবার ও অনেকেই দেখছি টস টস করে লাফাচ্ছেন, ভাবখানা এমন যে ক্রিকেট এদের চেয়ে বেশি আর কেউ বোঝেনা | ওরে মূর্খ, পাকিস্তান সেমিফাইনালে জিতলে কেউ টস নিয়ে কিছু বলতো না | ফাইনালে নিউজিল্যান্ড জিতলেও কেন বাহবা কুড়োতেন মূর্খের দেশের অর্জুন হয়ে | তখন টস না, নিউজিল্যান্ড দলটা কেন কত ভালো চালান তাই নিয়ে তুফান উঠতো চায়ের কাপে | নেহাত অস্ট্রেলিয়া কাপ পেয়েছে আর বরাবরের মতো কর্ণই হয়ে থাকলেন কেন | নাহলে টস শব্দটা ভুলে যেত লোকে | আসলে আমরা রিয়ালিটি শো এর বাজারে খুব স্ক্রিপটেড জয়ী পছন্দ করি | নিজের মনের লোক জিতলেই যতরাজ্যের ইমোশনাল গান খুঁজি, চোখের জল নাকের জল এক করতে | আর যোগ্যলোক বা দল জয়ী হলে খুঁজে বার করি নানা ফন্দিফিকির, যেমন টস, যেমন আইসিসির নিয়ম | আচ্ছা দুটো সেমিফাইনালেই তো শেষ চার ওভারে খেলা ঘুরেছিল | তার আগে অবধি টসকে দোষ দেওয়া কোথায় ছিল? এটাই দুনিয়া, যোগ্য মানুষ বা দল ক্ষীর খাবে দীর্ঘ মেহনতের ফল হিসাবে আর অর্বাচীনের দল আঙ্গুল চুষবে আর ফাঁকফোকর খুজবে | ইতিহাস সাক্ষী,দুর্বল আর মূর্খ কখনোই সেরার সাফল্য থেকে শিক্ষা নেয় না, বরং সেরাকে সমালোচনা করে লেজেন্ড বানায় | তাই বলছিলাম, ক্রিকেটটা মানে ইয়ে খুবই সহজ খেলা | এগারোটা লোক রান করবে, এগারোটা লোক তাড়া করবে | আর শেষে গিয়ে অস্ট্রেলিয়া কাপ তুলবে | ক্লাস আসলে ক্লাসই থাকে I

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *