ভালো থেকো দেবদত্তা

আমাদের WBCS এক্সিকিউটিভ সার্ভিসের আরেক প্রতিভা পূর্ণ বিকাশের আগেই ঝরে গেল | করোআমাদের WBCS এক্সিকিউটিভ সার্ভিসের আরেক প্রতিভা পূর্ণ বিকাশের আগেই ঝরে গেল | করোনার কাছে হেরে গেল দেবদত্তা | দেবদত্তা রায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দননগর |মাত্র আটত্রিশ বছরেই |বলতেও পারবো না রেস্ট ইন পিস | চার বছরের শিশুকে, পুরো পরিবারকে ছেড়ে এতো অকালে চলে গেলে ও কি উপরেও শান্তিতে থাকবে? বেচারার হোয়াটস্যাপ মেসেজ দেখছিলাম ওদের জেলার গ্রুপে | এই সেদিনও কত হালকা মেজাজে কথা বলছিলো | ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই ছিল না | থাকবেই বা কেন? আমাদের তো বোঝানো হয় সুস্থ থাকলে, মারাত্মক কোনো ব্যাধি না থাকলে আর বয়স অল্প হলে মৃত্যুর কোনো সম্ভাবনাই নেই | এই রোগে নাকি শুধু বয়স্কদেরই মৃত্যু হয় ! গত একমাসের বিশ্বজুড়ে পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলে | মোট মৃতের প্রায় কুড়ি শতাংশ ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে কোনো পূর্ব রোগ ছাড়াই | আর সত্তরের উপরে মৃত্যর সংখ্যা দশ শতাংশ |আসলে সারা বিশ্বের পন্ডিতরা যে রোগকে এখনো ধরতে পারছেন না এদেশে চায়ের দোকানে তার দাওয়াই বের হয় রোজ | দেবদত্তার মৃত্যু আমাদের প্রথাগত ধারণাকে নড়িয়ে দিলো | ও এই সেদিনও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা পর্যবেক্ষণ করছিলো রাস্তায় দাঁড়িয়ে | আসলে WBCS এক্সেকিউটিভদের কাজই তো তাই | এখন না হয় করোনা | ঝড়, ভূমিকম্প, মারণরোগ সবকিছুতেই তো মাঠে নেমে কোমর বেঁধে কাজ করতে হয় | ভালো কাজের সুনাম কেউ করবে না কিন্তু পান থেকে চুন খসলেই দিনের শেষে গালি দেবে সবাই এমনকি সেই লোকটাও যে চায়ের দোকানে বা হোয়াটস্যাপ এ বড় বাতেলাবাজি ছাড়া জীবনে মাঠে নেমে কাজ তো দূরস্ত একবার রক্ত পর্যন্ত দেয়নি | তাঁরা ধূমায়িত চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বা আয়েশে পান চিবিয়ে বা বিড়িতে সুখটান দিয়ে বলে ধুস সরকারি কর্মী, আসে যায় আর বেতন নেয়, তাদের আবার সম্মান ! পরিযায়ী শ্রমিকরা তাই ঘরে ফিরলো | দেবদত্তার ঘরে ফেরা হল না | চার বছরের শিশুটা কাঁদবে মায়ের জন্য | কিন্তু ওকে কেউ বোঝাবে না ওর মা শহীদ হয়েছে | ওর মা ও দেশের জন্য কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছে | কিন্তু ওর মার হাতে তো বন্দুক ছিল না | গায়ে উর্দী ও ছিল না | দুএকদিন আমরা একটু লেখালেখি করবো | তারপর সব শেষ | ও আর কোনোদিন ঘরে ফিরবে না | কেউ করোনা শহীদ বলে মালাও দেবে না ওর ছবিতে | ও তো WBCS অফিসার ছিল ! তাঁরা আবার দেশের কাজ করে নাকি ! জানিনা আমাদের আর কতজন ভাই বোনকে এমন করে অকালে চলে যেতে দেখবো !!! জানিনা নিজেই বা কেমন থাকবো |যেখানেই থাকো দেবদত্তা, জেনে রেখো আমি অন্তত তোমাকে শহীদ বলেই শ্রদ্ধা জানাবো | 🙏🙏🙏

News Reporter

1 thought on “ভালো থেকো দেবদত্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *