নারীশিক্ষা- তানিয়া মন্ডল

নমস্কার আমি তানিয়া মন্ডল | আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলবো দয়া করে লেখাটা সবাই পড়বেন। “নারীশিক্ষা” এই শব্দটার সাথে আমরা কমবেশি সবাই পরিচিতি। কিন্তু এই নারীশিক্ষাকে সবাই ভালো নজরে দেখে না। আজ সকালবেলা একটা মেয়ের সঙ্গে দেখা। সে কথায় কথায় বলল,” আচ্ছা দিদি কলেজ কেমন গো , খুব মজা হয় কলেজে । আমি বললাম, “হ্যাঁ তুই যখন কলেজে যাবি দেখবি দারুন মজা হয় নতুন নতুন বন্ধু হয়”। মনটা খারাপ করে মেয়েটা বলল সেটা কি হবে আব্বা ( বাবা) মা পড়তে দেবেন না । আমি অবাক হয়ে গেলাম কেননা মেয়েটার বাবার যথেষ্ট সামর্থ্য আছে মেয়েকে পড়ানোর পোশাক আশাকের দিক দেখতে গেলে টাকার অভাব নেই আর মেয়েকে পড়ানোর সময় টাকা নেই আবার বলে কিনা মেয়েদের অতো পড়াশোনা করে কি হবে। মাঝে মাঝে তো আমাকেও শুনতে হয় যে,”ও চাকরি পাবে নাকি, চাকরি পাওয়া অতোই সোজা শেষমেশ দেখবি ওর বাবা ওকে (আমাকে) বিয়ে দিতে পারবে না । আজ আমার হাত পা বাঁধা তবে আমি প্রতিঙ্গা করছি নারীশিক্ষার জন্য আমি কিছু করবো এটাই হল আমার প্রথম কাজ WBCS(exe) হওয়ার পর। একটা অনুরোধ রইল দয়া করে মেয়েদেরকে অতটা অবহেলা করবেন না। মনে রাখবেন মেয়েরা চাইলে সব কিছু পারে কিন্তু ওদের পাশে দাঁড়ানোর মতোন মনের জোর বাড়ানোর মতোন মানুষের অভাব । তাই আজও মেয়েরা এত অবহেলিত ।Show less

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *