আমার ব্যক্তিগত পরিসরে সেরা কাজ? ‘মেক ইট বিগ ‘ বইটা? না। ’28 Days of Thinking Differently’ বইটা? না। সেরাটা এখনো বাকি এটাই আমি সবসময় বলি। তাই প্রতিবার যখন নতুন কিছু করার কথা ভাবি, একটাই কথা মনে রাখি, এবারের কাজ যেন গতবারের চেয়েও ভালো হয়। এই চ্যালেঞ্জটা বিরাট। কিন্ত ৪৫ এ পৌঁছে excellence এর পেছনে দৌড়ানোর এর চেয়ে বড় মোটিভেশন আর কিছু হয় না। নিকুচি করেছে সাফল্য। সবটাই আপেক্ষিক। নিকুচি করেছে বড়লোকামির। আজ আছে কাল নেই। সবাই তো ওসবের পেছনেই ছুটবে। আমি ওই রেসে ভিড় বাড়িয়ে করবো কি?

’28 Days’ যারা পড়েছে তাঁরা জানে ওই বইটার গুরুত্ব। ‘মেক ইট বিগ’ এর মতো কমার্শিয়াল সাফল্য হয়তো পায়নি কিন্তু অন্তত হাজার দুয়েক মানুষের জীবনকে বদলাতে পেরেছিলো বইটা। আমার এক শিক্ষাগুরু আমাকে বলেছিলেন, হয়তো বা একদশক পরে লোকে বুঝবে ওই বইটার কি অপরিসীম গুরুত্ব। যাই হোক।
’28 Days’ এর পরে শুরু করেছিলাম ‘ভূতু আর আমি’ নামের বইটার কাজ। এবার পুরো ঘরানা বদল। এক রোবট আর তার স্রষ্টার ব্রোমান্স নিয়ে ভারি মিষ্টি একটা গল্প, যা বাচ্চা বুড়ো সক্কলকে আনন্দ দেবে, একটু কাঁদাবেও। কিন্তু ওটার কাজ শেষ হতে না হতেই আমার এক ছাত্রের এক আবদার এলো। স্যার, এত বই কম্পিটিটিভ পরীক্ষার জন্য বা নিদেনপক্ষে কুইজ বা নিজের একটু আধটু জ্ঞান বাড়াতে পড়ি কিন্তু আজ অবধি এমন কোনো বই পেলাম না যেখানে আধুনিক ভারতের মানে প্রজাতান্ত্রিক ভারতের সব ঘটনাকে একজায়গায় করা থাকবে। অনেক ঘাঁটলাম। নাহ তেমন কিছু পেলাম না। আসলে ওসব বই পড়ে জ্ঞান বাড়িয়ে হবেটাই বা কি? তারচেয়ে সোজা কাজ MCQ বই লেখো। আজকাল তো ওই শব্দগুলোই ছেলেমেয়েদের শেষ করলো – ‘MCQ’, ‘PYQ’ আরো কত কি? আর IQ বর্জিত মধ্যমেধার একদল বেচুবাবাবু ওসব দিয়ে দিয়ে ভবিষ্যৎ আরো সঙ্গীন করার দৌড়ে নামলো।
প্রজেক্টটা বড় চ্যালেঞ্জ দিল। ইন্টারনেটে কোনো একটা বছর দিলে গুটিকয়েক তথ্য আসে বইকি, কিন্তু নিজে মোটামুটি সাড়ে চার দশক এই পৃথিবীতে কাটানোর পরে যখন দেখি কত মজার তথ্য বা কত কাজের তথ্য গুগল বাদ দিচ্ছে বড্ড খারাপ লাগে। আসলে গুগল দেবে কোথা থেকে। সেতো বা তার AI তো একটা সার্চ ইঞ্জিন মাত্র। কোনো একটা ওয়েবসাইট থেকে ( যার ভালো SEO বা search engine optimization) ঝেঁপে দেয়। আর সেই ওয়েবসাইটে তথ্য ঢোকানো লোকগুলো ও তো ওই সেই PYQ আর MCQ প্রোডাক্ট। ফলে শুরু হল এক্সটেন্সিভ রিসার্চ। এবার আর কোনো টিমের ভরসা না করে নিজেই কাজ শুরু করলাম। নিজে কুইজ করতাম বা একটু আধটু পড়াশোনা করতাম বলে অনেক তথ্য নিজেই ইনপুট দিতে পারলাম খেরোর খাতা থেকে। বহু জিনিস ইন্টারনেট থেকে নিতে হল। কিন্তু ওই যে random কাজ না, তথ্যের উপর তথ্য বসিয়ে, ভেরিফিকেশনের পর কাউন্টার ভেরিফিকেশন করে। মাঝে কিছু তথ্য আমার ওয়েবসাইটে ছেড়েছি বটে কিন্তু সেটা ট্রেলার মাত্র। আসলকাজটা বই হিসেবে বের করবো এটাই পরিকল্পনা ছিল। কিন্তু এবার paid বই না। সম্পূর্ণ ফ্রি ডিজিটাল কপি। একটা কোর্স বিক্রি হতে পারে, একটা বই বিক্রি হতে পারে কারণ সেখানে ভালোলাগা খারাপ লাগার বিষয় থাকে। কিন্ত জ্ঞান তো বিক্রি করা যায় না। আর সেটা যদি ওই MCQ নামের আলেয়ার পেছনে দৌড়ানোর প্রবণতা কমাতে একত্রিত করা হয়। তাই শেষ অবধি আসছে।
We The People – India Since 1950
এমন একটা ডিজিটাল বই যা ১৯৫০ থেকে ভারতের ইতিহাসের সব উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরবে। সে খেলা হোক, রাজনীতি হোক, PSU এর জন্ম হোক, কোনো প্রকল্পের শুরু হোক বা কোনো যুদ্ধ হোক বা কারো রেকর্ড হোক। এতে সাহিত্যের কোনো ব্যাপার নেই, তাই নিজের খাটনি নিজের কৃতিত্ব বলে দাবি করবো না। সবটাই আছে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে। আমি শুধুই রাতদিন জেগে এক করেছি। যেকোনো পরীক্ষা হোক বা কুইজ, MCQ হোক বা ডেসক্রিপটিভ, বিতর্ক হোক বা আলোচনা- এই বই পড়া থাকলে স্বাধীন ভারত সম্পর্কে জ্ঞান বাড়বে তো বটেই, আরো জানার আগ্রহ তৈরি হবে। Multiple choice এর বাইরে গিয়ে জ্ঞানের জানালা খুলতে ইচ্ছে করবে। আর আমার কাজ তখনই সার্থক হবে।

আজ সন্ধ্যায়, আমার FB পেজ, Adhyayan Academy র FB পেজ, YouTube কমিউনিটি আর টেলিগ্রাম চ্যানেলে এর ফার্স্ট লুক প্রকাশ পাবে। আর বইটা কিভাবে পাবে? এইরাজ্যে সম্পূর্ণ ফ্রি। তবে জলদি Paid ভার্সন ও আসবে kindle এ অন্য রাজ্যের জন্য। নিচের লিঙ্ক দিয়ে জলদি টেলিগ্রাম চ্যানেলে সদস্য হয়ে যাও। আজ ফার্স্ট লুক দেখবে।
১৯ তারিখ ঠিক ১৯টা বেজে ১৯ মিনিটে মানে ৭টা ১৯এ। 😊😊
https://t.me/theadhyayanacademy

News Reporter

1 thought on “We The People – India Since 1950

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *