শিক্ষক দিবসের প্রাক্কালে সবচেয়ে বড় গুরুদক্ষিণা | আমাদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এবছর মক ইন্টারভিউ দেওয়ার দশ জনের মধ্যে ছয়জনই এবছর WBCS গ্রুপ সি তে ক্লিয়ার করলো | নাঃ এতে আমার সত্যি বিন্দুমাত্র অবদান নেই | কৃতিত্ব পুরোটাই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ওই কষ্ট করে বড় হওয়া আর স্বপ্ন দেখা দুর্দম মানসিকতার ছেলেমেয়েগুলোর | ওরা আছে বলেই আজও স্বপ্ন-রা বেঁচে থাকে | আজও লড়াই জেতে প্রতিবার | হার না মানা মানসিকতার কাছে হার মানে সকল প্রতিবন্ধকতা | ওদের সঠিকভাবে রাস্তা দেখিয়েছে অনুজপ্রতিম অভিরূপ আর অনীক আর ভগ্নিসমা পুনম | ওরাই দায়িত্ব নিয়ে পুরো ইন্টারভিউ কেমনভাবে নেওয়া হবে তার পরিকল্পনা করে, আমি শুধু পিঠ চাপড়ে ওদের উৎসাহ দিই আর সঙ্গে থাকি | ব্যক্তিগত কারণে আমি এইমূহুতে বঙ্গশিক্ষার থেকে দূরে সরে এলেও এই প্লাটফর্ম করে দেওয়ার জন্য বঙ্গশিক্ষার প্রীতমবাবুর অবদান ও কম নয় | তোমরা সমাজকে নতুন দিশা দেখাবে এই আশাই রাখি | এই পর্বে আছে সুপ্রিয়া মন্ডলের ইন্টারভিউ | বাঁকুড়ার একদম প্রত্যন্ত গ্রামের থেকে উঠে আসা সুপ্রিয়াকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন | আর যারা অসফল হলে তাদেরকে বলি- বিশ্বাস হারিও না নিজের উপরে | জয় আসবেই | পাশে আছি