অপেক্ষাটা বড্ড ভালো জিনিস I ছোট্টবেলায় বড় হওয়ার অপেক্ষা, দাড়ি গোঁফ হওয়ার অপেক্ষা, বিকেলবেলা খেলার অপেক্ষা, পুজোসংখ্যার অপেক্ষা, হাতে ঘড়ি পড়ার অপেক্ষা. হাফ ছেড়ে ফুল প্যান্ট পড়ার অপেক্ষা, বাসস্ট্যান্ডে হবুর জন্য অপেক্ষা, হোস্টেলে তার চিঠি নিয়ে পিওনের জন্য অপেক্ষা I মাঝে শুধু ভালো চাকরির অপেক্ষা ডিলিট মেরে দিলে প্রাপ্তিই প্রাপ্তি Iতারপর অপেক্ষাগুলোও প্রাপ্তবয়স্ক হয় I সন্তানের জন্মের অপেক্ষা বাদ দিলে অপেক্ষাগুলোও কেমন অ্যাডাল্ট অ্যাডাল্ট রূপ নেয় I ভালোবাসা নয় ভালো বাসার পেছনে ছুটি সবাই I পোস্ট করলে লাইকের অপেক্ষা I অন্যকে ছাপিয়ে বসের কাছে নিজে ভালো হওয়ার অপেক্ষা I শনিবারের অপেক্ষা I বেতন বাড়ার অপেক্ষা, বাড়ি গাড়ির অপেক্ষা Iইনভার্টারের দয়ায় লোডশেডিং এর পর কারেন্ট আসার অপেক্ষা তো কবেই বিসর্জন দিয়েছি I মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেলের বাজারে পুজোর নতুন জামাকাপড়ের অপেক্ষা ও ছেড়েছি বহুদিন I তারপর একদিন অপেক্ষাগুলোও বুড়িয়ে যাবে. তখন নতুন রঙে ছেলেমেয়ের অপেক্ষাগুলোর জন্য অপেক্ষা করার শুরু হবে I পাক ধরা চুল দাড়ির ঝরার অপেক্ষা I সময় মতো ওষুধ খাওয়ার অপেক্ষা I রাতে ঘুমের অপেক্ষা I আর তারপর? একদিন প্রহর গোনা শুরু হবে, মহাশূন্যের অপেক্ষায় I
বিসর্জনের ঢাক বাজতেই মনটা কেমন ভাবুক হয়ে গেল. আবার একটা বছরের অপেক্ষা যে ! আমি তেমন ধার্মিক নই বটে কিন্তু মায়ের অপেক্ষা করতে আবার ধর্ম লাগে নাকি? আর এই অপেক্ষা বুড়িয়েও যায় না,মনটা একটু খারাপ লাগছে বটে কিন্তু মা তো !একটা বছর টেনে দেওয়া যাবে I আবার মা আসবে I মায়ের কাছে সন্তানের আবার বয়স বাড়ে নাকি? নাঃ, অপেক্ষাটা বড্ড ভালো জিনিস ! শুভ বিজয়া
Ekta chhotto onucched e puro jibon
. Khub bhalo laglo pore. Bijoya r pronam deben sir ma’am. Subho bijoya doshomi.