বর্ষবরণ: বাঙালির অন্যতম প্রাণের উৎসব -সৌমেন চক্রবর্তী

সৌমেন চক্রবর্তী

Brought to you by Adhyayan Academy, Bengal’s most trusted and loved online training institution for WBCS and other competitive examinations. We offer offline training only in Siliguri.

কথায় আছে, “বাঙালির বারো মাসে তেরো পার্বণ – আর এর শুভারম্ভ হয় বাঙালির নববর্ষ উৎসব পালনের মধ্য দিয়ে। তবে বর্ষবরণ হল মূলত হিন্দুদের ঐতিহ্যপূর্ণ ধর্মীয় উৎসব যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত বাঙালির মেলবন্ধনের সেতু নির্মাণ করে।

ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে এই উৎসবের উৎপওি মুঘল সম্রাট আককরের আমলে ১৫৫৬ খ্রিস্টাব্দে। ফসল কাটার বিষয়কে মাথায় রেখে সূচনা হয় এক নতুন বর্ষপঞ্জির যা বৈশাখ মাস থেকে কার্যকর হয়। প্রত্যেক বাঙালির সুখ দুঃখের সাক্ষী থাকা ১৪৩০টি বছর অতিবাহিত হয়ে সমস্ত হতাশাপূর্ণ অন্ধকারময় জগতের বুক চিরে এক নতুন ভোরের নতুন সূর্যের রক্তিম আলোর প্রকাশে ফুটে উঠবে সবার মনের মণিকোঠায় লুকিয়ে থাকা আশা, আকাঙ্খা এবং নতুন করে পথ চলার সাহস।

বর্ষবরণ বয়ে নিয়ে আসে নতুনত্বের বার্তা। চৈত্র মাসের অন্তিম দিনে ঘর বাড়ির ভেতর বাইরের জঞ্জাল সাফ করে বৈশাখের প্রথম দিনে বাড়ির সকল সদস্য নতুন বস্ত্র পরিধান করে পূজা আর্চনা করে এবং একে অপরকে ভ্রাতৃত্ববোধের সহিত নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

যে কোনো উৎসবই হোক না কেন, বাঙালি দুটো দিক থেকে কখনো পিছিয়ে থাকেন না – খাওয়া-দাওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের দিনটিকেও তারা উৎফুল্লতার সহিত নানান ধরনের খাদ্য সামগ্রীর আয়োজন ও অনুষ্ঠান পালনের মাধ্যমে চিরস্মরণীয় করে রাখেন। শুধুমাত্র ভারত ও বাংলাদেশের মধ্যে এই উৎসবের সীমাবদ্ধতা নেই, এই বিশ্বের অসংখ্য দেশে ছড়িয়ে থাকা বাঙালিরা অতি আনন্দের সাথে নতুন বর্ষকে আমন্ত্রণ জানায়। ভারতের মধ্যেও শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বরং ভিন্ন নামে এই উৎসব পালিত হয়ে থাকে অনেক রাজ্যে। ত্রিপুরার চাকমা সম্প্রদায় এটি বিজু এবং মারমাস সম্প্রদায় সংগ্রাই নামে পালন করে। আসামের মানুষ রোঙ্গালী বিহুর মাধ্যমে নববর্ষকে বরণ করে। এছারাও কেরলে বিষু এবং, তামিলনাড়ুতে পুথান্দু উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে মানুষজন।

শেষমেশ বলা যায় যে “বর্ষবরণ” উৎসব হল বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির উত্তম নিদর্শন যা আজও বাঙালি ও বাঙালিয়ানাকে ধারণ করে রেখেছে।

Soumen is a student of Dr.APJ Abdul Kalam Sir WBCS 2024 Batch of Adhyayan Academy.

Download our App now

https://play.google.com/store/apps/details?id=co.penny.oecgd&pcampaignid=web_share

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *