‘ভূতু আর আমি’

অনেকদিন থেকে ছেলে আর মেয়ের অভিযোগ, ওদের মতো করে কেন কিছু লিখি না আমি। আমার অনেক বাঙালি পাঠকদের অভিযোগ আমি কেন বাংলাতে বই লিখি না। তাই সব লেখা আপাতত পেছনে রেখে দিতে হল। পূজোর আগেই আসবে আমার কিশোর উপন্যাস ‘ভূতু আর আমি’। প্রচুর হাসি, আনন্দ, দুঃখ, অ্যাডভেঞ্চার সব আছে। এক বাঙালি ইঞ্জিনিয়ার আর তার বানানো, নাহ থাক। পরে বলবো। এটা একদমই খসড়া পোস্টার।

তবে তার আগে পড়ে নিতে হবে আমার আজ অবধি সেরা কাজ ’28 Days of Thinking Differently’
লিঙ্ক ও দিলাম –https://amzn.to/4gH4Q04

News Reporter

1 thought on “‘ভূতু আর আমি’

Leave a Reply to Sumona Aditya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *