বাজপেয়িজি এবং শাহরুখ খান




সহিষ্ণুতার বালাই ছিল তখন | আজকালকার উগ্র অথচ অপগন্ড বেলেল্লাপানা মানে ইয়ে আমি সবচেয়ে বেশি দেশপ্রেমী মার্কা (অথচ পাশের বাড়ির মানুষটা না খেয়ে থাকলে ও তার খোঁজ নিই না মুখ ফিরেও) সস্তা ডায়লগ দুরস্ত তখনো | আজকাল যেমন সোশ্যাল মিডিয়ার সকলেই গঙ্গাজলের মতো পবিত্র আর হাতে গোণা গুটিকয় সেলিব্রিটি বা তাদের পুত্রকন্যা হল যত নষ্টের গোড়া | তখন তেমন ছিল না |গুণীজনের কদর করতেন রাষ্ট্রনায়করা |সোশ্যাল মিডিয়াতে বুলি আওড়ানো তুলসীজলে ধোয়া কিবোর্ড ওয়ারিররা তখনো শিকঞ্জ মজবুত করেনি | মসনদে ছিলেন তখন বাজপেয়ীজি | শোম্যানশিপের পিন্ডি চটকানো এক প্রকৃত উদারপন্থী ভদ্রলোক | স্টেটসম্যানশিপের শেষ কথা | ডক্টর কালাম তখনও রাষ্ট্রপতি হননি | এক চায়ের আড্ডায় আমন্ত্রিত অনেকে | সেসময় আবার বনশালীর দেবদাসের শুটিং চলছে | এহেন আড্ডায় ঘোর ডানপন্থী বাজপেয়ীজি শাহরুখজিকে বলেই বসলেন, একটা বায়োপিক করুন আমাকে নিয়ে | লোকে যেসব রটায় তার আসলটা দেখুক পর্দায় | শাহরুখের কথা, স্যার মাফ করবেন, আপনার জীবনকাহিনী অনেক বড় | আমার মতো ছোট অভিনেতার পক্ষে সেটা দেখানো সম্ভব না | বাজপেয়ীজি থোড়াই হার মানবেন | বললেন, দেবদাস তো বেশ করছেন | লার্জার দ্যান লাইফ | শাহরুখ বললেন, ওটা স্যার উপন্যাস, আর আপনি একজন জিতাজাগতা লেজেন্ড | আমার সাধ্য নেই | বাজপেয়ীজি বললেন, তাহলে আমার একদিনকে অভিনয় করুন, দেখান আমজনতাকে যে আমারও অনেক কষ্ট | SRK হাত তুলে বললেন, জগজিৎজি সংগীত দিন তবে | বাজপেয়ীজির কানে তখনো বাজে, ইয়ে কাগজ কি কস্তি … রাজি হলেন জগজিৎ | একটাই দাবি, জাভেদ আখতার সাব সবটা দেখবেন | জাভেদজির আবদার একটাই, বচ্চনসাব প্রিফেস দিন | সকলেই রাজি | জাভেদজি থাকলেন পুরো শুটিং এ | বাজপেয়ীজি লিখলেন | শাহরুখের অভিনয় | জগজিৎজির কণ্ঠ | বচ্চনসাব প্রিফেস দিলেন | পুরো গানে কালামসাব তাল মেলালেন | কেয়া খোয়া কেয়া পায়া… আহা কি অনবদ্য গানটার সব কথাগুলো | অ্যালবাম টার নাম সমবেদনা, বছর কুড়ি পরে যেটার বড় অভাব |
বাকিটা এই প্রজন্ম একবার জানুক | স্বাধীনতার পঁচাত্তর বছর পালনের আগে একবার তো ভাঙি গোঁড়ামির পঁচাত্তরকাহন | সেই গানটা যারা দেখেনি তাদের জন্য | আজকালকার ফচকেমির জ্ঞান দেওয়া সবজান্তা সোশ্যাল বিচারকদের এহেন অনুভূতির সঙ্গে পরিচয় করানোটা অনেক জল পেরিয়ে আসা প্রজন্মটার দায়িত্ব ও বটে | নিচে লিংক শেয়ার করলাম

https://www.youtube.com/watch?v=1sTeazC0x98&ab_channel=SaregamaGhazal

News Reporter

1 thought on “বাজপেয়িজি এবং শাহরুখ খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *