100K YouTube Subscribers- মনের কথা

বছর কয়েক আগে হঠাৎ জীবনকে একটু গোছানোর শখ হল | মনে হল একঘেয়েমির বাইরে গিয়ে একটু বাঁচি, অনুপ্রেরণা নিই জীবন থেকে আর সেই অনুপ্রেরণার কিয়দংশ বিলাই তাদের মধ্যে যাদের হয়তো সেটার খুব প্রয়োজন কিন্তু দেওয়ার কেউ নেই | মনে হয়েছিল এদেশে বা আমার বাংলায় এমন অনেক প্রতিভা আছে যাদের পাশে গিয়ে একটু কাঁধে হাত রেখে বলি ‘ তুমিও পারবে | আমি পাশে আছি তো | এগিয়ে চলো |’ সেই থেকেই ঠিক বছর আড়াই আগে YouTube চ্যানেল খোলা, পাশাপাশি বই লেখা আর কিছু মোটিভেশনাল সেমিনার করা | গুটিকয়েক অনুগামী (যদিও অনুগামী শব্দটাতে আমার আপত্তি আছে প্রবল ) নিয়ে পথ চলার সেই শুরু | সেদিনের সেই তরুলতা আজ মহীরুহ হওয়ার পথে | সদস্যসংখ্যা ছাড়ালো এক লক্ষ | মানে একশো হাজার | এটা তো কেবল একটা সংখ্যা | আসল তো যে ভালোবাসা পেয়েছি সেটা | আহা, নিজের কর্মজগতের বাইরে গিয়ে নিজের পরিচিতি তৈরি করার যে কি আনন্দ ! তাও এমন এক পথে যেখানে পথ দেখানোর ও কেউ ছিল না | কিন্তু ওই যে বলে না লক্ষ স্থির থাকলে সব নক্ষত্র মিলে তোমার উত্তরণের রাস্তা তৈরি করবে | শুধু মন দিয়ে কাজটা করে যাও | ভালোবাসাটা বাঁচবার বড় ভালো বাসা | ওটাকে হারিও না | এই অল্প সময়ের যাত্রায় কত কুঁড়ি বিকশিত হতে দেখলাম | দক্ষতা ওদের আগে থেকেই ছিল | আমি কেবল পাশে থেকে বলতাম, হাল ছাড়িস না, আমি আছি তো | হেরে যা, শুধু ফিরে যাস না | ঘুরে দাঁড়া |নিজে লক্ষ্যে পৌঁছানোর সময় শুধু গুটিকয়েক প্রিয়জন ছাড়া এমন কাউকে তো পাইনি যে হেরে যাওয়া আমাকেও পছন্দ করবে | তাই ওদের পাশে থাকাটা খুব দরকার মনে হয়েছিল | আজ এই এক লক্ষের পরিবার হয়ে ফেলে আসা দিনগুলো খুব মনে পড়ছে | সততা, পরিশ্রম আর সদিচ্ছার কোনো বিকল্প কোনোদিনও হবে না | আমার WBCS পরীক্ষায় প্রথম হওয়ার পরে গুটিকতক লোকে জানতো | তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না | সফল হওয়াটাও তখন খবর ছিল না | আজ YouTube অন্তত সেই জায়গাটা দিলো যে এবার আরো বড় কিছু করার আগে আর যাই হোক এবার আর পরিচিতির দরকার পরবে না | তাই পশ্চিমবঙ্গে প্রথম হওয়ার অনেক আগে থাকবে এই সাফল্যটা | এটা যে একেবারেই অচেনা পথ ছিল আমার | এক সময় মনে হত এক লক্ষ কেন এক হাজার ও সদস্য হবে না | কিন্তু ওই যে নিষ্ঠা ও শ্রমের বিকল্প নেই | বিদ্রুপ, ঘৃণা এগুলোর অনেক উর্দ্ধে লাগে নিজেকে ওই ম্যাজিক সংখ্যাটা দেখেই |অনেক, অনেক ভালোবাসা এই পরিবারের সক্কলকে | দৈনন্দিনতার দীনতায় নিজেকে হারিয়ে ফেলা সপ্তর্ষিকে নতুন করে নিজেকে ফিরে পাওয়ানোর জন্য | ♥️♥️♥️

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *