সপ্তর্ষি নাগ
আমার আড়াই বছরের মেয়ে আধো আধো গলায় আমাকে বললো “বাবা কলোনা চলে গেলে আমাকে একটা সাইকেল কিনে দেবে “| শুনেই ছেলের কথা “বুনু ওটা করোনা, কলোনা না “| তারপরেই ছেলের প্রশ্ন “বাবা, আবার কবে মাঠে যাবো সাইকেল চালাতে? কবে স্কুলে যাবো? ” ওদের মুখের দিকে চেয়ে বড়ই অসহায় লাগছিল | ওরা বোধহয় লক্ষ্য করেনি ওদের বাবার চোখের কোণা ভিজে গিয়েছিলো |
কয়েক সপ্তাহের মধ্যে জীবনটাই আমূল বদলে গেল | আমাদের লোভ, আমাদের উচ্চাকাঙ্খা ফুলের মতো নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ কে দাঁড় করিয়ে দিল একটা বড় প্রশ্নচিহ্নের মুখে | ওদের চাওয়া পাওয়াগুলো কিন্তু খুব সাধারণ ছিল | কিন্তু দার্শনিকরা বোধহয় এই মার্গদর্শনের কথাই বলতেন এতদিন | সাস্টেইনিবিলিটি বোধহয় এটাই | ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা | আমাদের চাওয়া আর ওদের পাওয়ার মধ্যে মেলবন্ধন | একটু কম চাইলেও তো পারতাম আমরা |তাহলে হয়তো ওদের পাওয়া গুলো একটু বাড়তো |
সাইকেল নিয়েও তো দিব্যি ঘুরতে পারতাম গাড়ির বিলাসিতা ছেড়ে | দানধ্যান তো আগেও করতে পারতাম | চারটে বেশি মানুষ খেতে পারতো তখন | হোয়াটস্যাপ ছেড়ে পরিচিত মানুষগুলোকে চাক্ষুস দেখতে যেতেও পারতাম আরো বেশি করে | ধর্ম নিয়ে অধর্ম একটু কম করলেও তো পারতাম | ভগবানের দানবাক্সে পয়সা না ঢুকিয়ে মন্দিরের সিঁড়িতে ভিক্ষে করা মানুষটা দুটো পাউরুটি কিনে খাওয়াতে পারতাম | রাজনীতির কথা না ভেবে সবার উন্নতির কথাও তো ভাবতে পারতাম | খাওয়ার পাতে অতটা নষ্ট না করলেও তো চলতো ! তাহলে হয়তো আজ মনপসন্দ খাওয়ার চেটেপুটে খেতে পারতাম | রাস্তার জলের কল খোলা থাকলে সরকারের বাপবাপান্ত না করে নিজে একটু গাড়িটা থামিয়ে কলটা বন্ধ করলেও তো পারতাম |
দিল্লির চিড়িয়াখানায় একবার একটা ভালুক আমার দিকে অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে ছিল | তখন ভেবেছিলাম ও বোধহয় আগের জন্মে মানুষ ছিল | নয়তো বা আমি ছিলাম আগের জন্মে ভালুক |এখন বুঝছি ও ভবিষ্যৎ দেখছিলো | এখন তো আমরাই খাঁচাবন্দি | পশুপাখিকে অত্যাচার করার লোকগুলো তো নিজেরাই এখন আটকে গেছে কর্মফলের বেড়াজালে |
হঠাৎ সম্বিৎ ফিরলো | ছেলেমেয়েকে জড়িয়ে ধরলাম | নিজের প্রজন্মের পাপের জন্য ক্ষমা চাইলাম মনে মনে | অঙ্গীকার করলাম দায়িত্ববান হওয়ার জন্য | একটু বেশি দেরি হয়ে গেল না তো?
THANK YOU SIR , VERY GOOD TOPIC .
beautiful writing sir . thanks
Amazing writing sir… You are really skillful… It is a soul touching story.. really each words are very much true… Stay blessed Sir.. take my regards.. waiting for more writings..
Amazing writing sir… You are really skillful… It is a soul touching story.. really each words are very much true… Stay blessed Sir.. take my regards.. waiting for more writings..
লেখাটা খুব ভালো লাগলো স্যার।
আমরাতো প্রকৃতির সঙ্গে অনেক চালাকি করেছি ! তাই হয়তো প্রকৃতিও একটু গেম খেলছে আমাদের সঙ্গে , কারন ধারে ও ভারে প্রকৃতি আমাদের থেকে অনেক এডভান্স এটা বারবার আমরা ভুলে যাই।