আমার ইচ্ছে করে সাইকেলে করে
অতীতটাকে ধরতে
আমার ইচ্ছে করে সময় হয়ে
ভবিষ্যৎকে গড়তে
আমার ইচ্ছে করে ঘুড়ি হয়ে
মেঘের আঁচল ধরতে
আমার ইচ্ছে করে লাট্টু হয়ে
নিজের মনেই ঘুরতে
আমার ইচ্ছে করে সবুজ হয়ে
রক্তের দাগ মুছতে
আমার ইচ্ছে করে দোকান খুলে
স্বপ্নগুলো বেচতে
আমার ইচ্ছে করে গান হয়ে
প্রাণের কথা বলতে
আমার ইচ্ছে করে অর্থ হয়ে
অনর্থকে ভুলতে
আমার ইচ্ছে করে জন্ম হয়ে
মৃত্যুর ডাক ভুলতে
আমার ইচ্ছে করে রাত্রি হয়ে
ভোরের শুরু দেখতে
আমার ইচ্ছে করে ধর্ম হয়ে
সাম্যের গান গাইতে
আমার ইচ্ছে করে আকাশ হয়ে
সবাইকে ভালোবাসতে
আমার ইচ্ছে করে রহিম হয়ে
রামকে ভালোবাসতে
আমার ইচ্ছে করে যীশু হয়ে
বুদ্ধের কথা বলতে
আমার ইচ্ছে করে ছোট্ট হয়ে
বড়োদের এটা বলতে
আমার ইচ্ছে করে
নতুন শুরুর আবার স্বপ্ন দেখতে
আসাধারন ।আপনার প্রতিটি প্রোগ্রাম এর নিয়মিত পাঠক।আইডল গুরু ।মোটিভেটিভ গুরু।
Just sabdhohin hoye asadharon sir,,,,❤️❤️❤️
❤❤❤
Gurudeb ❤❤❤
আপনার পদচিহ্ন অনুসরণ করে আপনারই মতো একজন অসাধারণ মানুষ হয়ে উঠতে ইচ্ছে করে। জীবনের বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে শুধু মাত্র ইচ্ছের জোরেই নতুন করে আবার বাঁচতে ইচ্ছে করে। আমাদের জীবনে কিছু ভালো করার রসদ জোগানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ।
আমার ইচ্ছে করে আপনার সান্নিধ্য পেতে।😊(জানি না কোনোদিনও পাবো কি না)😔
Sir,,, khb sundr hoiye6e kobita ta…. We love you so much sir…..❤️
Simply awesome…
Loved it
Thank you Sumit