কলমে :- শিবম চৌধুরী, গ্ৰাম -পাতনা, পোস্ট-বাগোড়, থানা-কান্দি, জেলা-মুর্শিদাবাদ। মোবাইল:-9735236597.
আজ মহীয়সী নোবেল লেডি মাদার টেরেজার কথাটা খুব মনে পড়ছে :-‘রাত যত গভীর হবে সকালের তাজা আলো ততো তাড়াতাড়ি বিকশিত হবে’। জনপ্রিয়তা এবং নেতৃত্বে কানাডার রাষ্ট্রপ্রধান জাস্টিন ট্রুডো এর মত ভালো এবং নিপুন রাষ্ট্রপ্রধান এই পৃথিবী বোধহয় কাউকে পায়নি । কিন্তু আমেরিকার নির্বাচনে বোধহয় দ্বিতীয় ব্যাক্তিটির উদয় ঘটলো, *জো বাইডেন*। অত্যধিক নিপিড়ণ , বঞ্চনা, বর্ণবিদ্বেষ ইত্যাদি ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে পড়েছিল আমেরিকাবাসী দের জীবনের সাথে। আর এভাবেই বোধহয় আবারও ফিরে আসা যায়। History Repeat itself. যখন পাপের ঘরা পূর্ণ হয়, পৃথিবীতে দুষ্টের অত্যাচার বৃদ্ধি পায়, কুকর্ম জাল বিস্তার করে এভাবেই বোঝহয় দমকা হাওয়া এসে সমস্ত পাশার গুটি ওলটপালট করে দেয়, কালের চাকা ঘুরে যায়। শুভ শক্তির উদয় ঘটে, নতুন আশার আলোর দ্বারা। সৃষ্টিকর্তার বোধহয় এটাই নিয়ম।
আমেরিকা মুক্তি পেল এক কালো লেলিহান শিখা থেকে। এই আমেরিকা থেকে আমাদের শিক্ষা নিতে পারি যে, ধৈর্য্য রাখলে, একটু সময় দিলে সবকিছুই পরিবর্তন হতে বাধ্য, তা সে কোন দেশের ক্ষমতার গোদি হোক বা কোন যুবকের স্ট্রাগেলিং জীবন সবই পরিবর্তনশীল। আজ P.B SHELLY এর লেখা Ode to the west wind কবিতাটি খুব প্রাসঙ্গিক হয়ে পড়ছে এই অবস্থায়,একটা বিভৎস ঝড়ের পড়ে নতুন এক সুন্দর সকাল যা অতিতের সমস্ত খারাপ কে প্রতিহত করে নতুন প্রাণবন্ত সকাল উপহার দেয়। আমাদের একটু আশাবাদী ও শুভ চিন্তাশীল ব্যাক্তি হতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আজ আমরা বিশ্ববাসী এই প্যান্ডামিক অদৃশ্য ভাইরাস COVID -19 এর বিরুদ্ধে লড়াই করছি , কে বলতে পারে কাল হয়তো আমরা একে চিরতরে হারাতে পারবোনা ?