আজ তো ঋণ শোধের দিনআজ দেনা মেটানোর দিনআজ জীবনখাতার অপূর্ণহিসেব সাময়িক মেলানোর দিন। নতুন আলোয়নতুন সূর্যের ব্যক্ত হওয়ার দিন।আজ অপ্রাপ্তি ভুলেপাওয়াকেই বেছে নেওয়ার দিন। ফেলে আসা শুষ্ক দিনেরঝরে যাওয়া পাতাদমকা বাতাসে উড়িয়ে নিয়েহারিয়ে যাওয়া সবুজকে ফিরে পাওয়ার দিন। আজ নববর্ষবেকারের আবার নববর্ষ…