সপ্তর্ষি নাগ অবশেষে সেই দিন। একদিন হলেও আমরা শেষমেশ দেখলাম গড়পরতা ভারতীয়র রবিবাসরীয় বিনোদনে ক্রিকেটকে হারিয়ে জায়গা নিল হকি। নিল বললে ভুল হবে। একেবারে নক আউট পাঞ্চ দিয়ে ছিনিয়ে নিলো হৃদয়ের গভীরের জায়গা। ওয়াইড, নো, লেগস্পিন, ওফস্পিন ছেড়ে চায়ের দোকানে বহু বছর…