
চল আজ দেখেই নেবোকি করে সরকারশীতের আমেজ আর আনন্দেওমাস্ক পড়া নাকি দরকার আমারও নাকি কোভিড হবেছড়াবো নাকি সংক্রমণধুস ওসব খালি ব্যবসাআর গরিবকে আক্রমণ পাশের বাড়িতে মারা গেছেধুস,বুড়ি ছিল পচাত্তরেরতাই বলে আমি থাকবো ঘরে?গুপী রাতে ফোন করলোকাল নাকি মাছ দেবে একদম বিহারের বাজার…
আমার ইচ্ছে করে সাইকেলে করে অতীতটাকে ধরতে আমার ইচ্ছে করে সময় হয়ে ভবিষ্যৎকে গড়তে আমার ইচ্ছে করে ঘুড়ি হয়ে মেঘের আঁচল ধরতে আমার ইচ্ছে করে লাট্টু হয়ে নিজের মনেই ঘুরতে আমার ইচ্ছে করে সবুজ হয়ে রক্তের দাগ মুছতে আমার ইচ্ছে করে দোকান…