নববর্ষ – তানিয়া দাস

Brought to you by Adhyayan Academy, Bengal’s most trusted and loved online training institution for WBCS and other competitive examinations. We offer offline training only in Siliguri.

শৈশব কালের নববর্ষের নিয়ে উদ্যম ছিল তা বড়ই মধুর। নিম হলুদ স্নানের পর নতুন জামা গায়ে দিয়ে মন্দিরে পুজো।। পড়াশোনা থেকে ফাঁকি দেয়ার একটি দিন ই বটে এটা। পড়ন্ত বিকেলে হালখাতা করতে যাওয়া , মিষ্টির প্যাকেট গোনা এসকলের মধ্যে যে সুখ তার জুরি মেলেনা আর। মায়ের হাতের পঞ্চপদ রান্না খাওয়া এখন কার রেস্তোরাঁর বাঙ্গালী খাবারে তা মেলেনা। সেকালে ধারণা ছিলই সারাবছর এরকম খাবার রোজ পাওয়া যাবে বছরের প্রথম দিন খেলে। বাস্তবতা থেকে ভাবনা অনেক দূরে তখন তবে জীবনে ছিল একরাশ শান্তি।
চৈত্রান্তের পড়ন্ত বিকেলে কালবৈশাখীর প্রাণ জোড়ানো শীতল পরশের ন্যায় নববর্ষের প্রথম দিন নিয়ে আসুক একরাশ নতুন উদ্যম ও আনন্দ হয়ে উঠুক জীবন যুদ্ধের রসদ। আর নিজের উত্তরণের কান্ডারী হোক অধ্যয়ন।

Download our App now

https://play.google.com/store/apps/details?id=co.penny.oecgd&pcampaignid=web_share

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *