ভাষাতে ফাঁসা । অনেকদিন ধরেই ভাবছিলাম এই ফাঁসার একখানা নিদান বের করতেই হবে।
সেই থেকেই মাথায় আসে একলব্য ব্যাচের কথা।
একলব্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ব্যাচটা লঞ্চ হওয়ার প্রায় ১ সপ্তাহ মতো হল। এই ব্যাচ আমার মনে একদমই আলাদা একটা জায়গা জুড়ে রয়েছে। ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির one stop solution WBCS বা সমতুল্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিছু নেই বললেই চলে। কোনোকিছুকে ছোট করা নয়, তবে মুষ্টিমেয় অপশনে মানগত কৌলিন্যের অভাব চোখে পড়ার মতন। এটা আছে তো ওটা নেই, ওটা আছে তো এটা নেই। অনেক পুরোনো মানুষ আছেন যাঁরা দুইভাষাতেই দক্ষ। পড়াশোনার বহর, সাহিত্যচৰ্চার পরিবেশ, বিষয়ের সঙ্গে আত্মিক যোগ সবকিছুই তাঁদের প্রণম্য করে তুলেছিল। কিন্ত এই দেখনদারির বাজারে কোথায় সেসব মানুষ ! পড়াতে গেলে তো পড়তে হয়, জানতে হয়, ভাবুক হতে হয়, বিষয়ের প্রেমে বিলীন হতে হয়। আর সেটা যদি ভাষাবিষয়ক পড়ানো হয় তাহলে তো কথাই নেই। কিন্তু কোথায় সেই ভাব ! কোথায় সেই আত্মিক যোগাযোগ? ডেসক্রিপটিভ পড়াশোনাও তাই PYQ এর ফাঁসে আটকে যায়।
সেদিন ছেলেমেয়েদের অভিজ্ঞানশকুন্তলমের একটা অংশ ইংরেজিতে অনুবাদ করাতে গিয়ে দেখছিলাম এদের সেই রসটা নেওয়ার ক্ষমতা হয়নি। ভারতের অন্যতম সাহিত্যসৃষ্টির বিদ্যাসাগরীয় ভাবানুবাদ বুঝতেই দেখলাম দাঁত ভাঙার অবস্থা। দোষ দিই না। ওদের কে বলবে ডেসক্রিপটিভ লেখা ভালো করতে হলে ভাষাপ্রেম ততটাই প্রয়োজন যতটা ইতিহাস বা ভূগোলের PYQ দেখা। প্রায় ২৫% নম্বরের খেলা বাপু। হালকাভাবে নিয়ে কত PYQ স্পেশালিস্ট ঘায়েল হয়েছে বছরের পর বছর। দেশের সভ্যতা নিয়ে বড়াই করি অথচ তথাকথিত ক্লাসিকাল এজের সাহিত্য চিনি না। বাংলাভাষা নিয়ে সোশ্যাল মিডিযায় বুলি ছাড়ি অথচ বিদ্যাসাগরের লেখা ছুঁয়েই দেখিনি। ইংরেজি ওয়েব সিরিজ দেখি কিন্তু একবার আরণ্যকের ইংরেজি অনুবাদ করার দুঃসাহসিক রোমান্টিসিজমের পাগলাটে ভূত ঘাড়ে চাপেনি সেটা আবার হয় নাকি !
আমার ক্লাস তাই অন্যখাতেই চলবে। আমার ভাবনা তাই অন্য পথেই হাঁটবে। ভাষা নিয়ে দুঃসাহসিক হওয়া আর প্রচলিত গতের বাইরে গিয়ে, চিরাচরিত ধারার বাইরে গিয়ে নতুন কিছুভাবে ছেলেমেয়েগুলোকে বাংলা-ইংরেজি ডেসক্রিপটিভের সঙ্গে প্রেমে পড়ানোর ঘটকালি করবো বলেই তো এত বল্গাহীন আমার আবেগ, এত বেলাগাম আমার উত্তেজনা।
৫ তারিখ আসছে সেই লাগামহীন রোমান্টিক কোর্সটা সর্বসমক্ষে। দিনটাও বেশ। শিক্ষকদিবস। আবার, Adhyayan এর তৃতীয় জন্মদিন ও। কথা দিলাম, একবছর পরে অনেকটাই বদলে যাবে তুমি।
নিচের আর্টিকেল পড়লেই এতে যুক্ত হওয়ার পদ্ধতি জেনে যাবে। আর তাছাড়া আমার স্ত্রী’র Adhyayan Academy র অফিসিয়াল নম্বর 6295350330 তে হোয়াটস্যাপ করলেই সেখান থেকে তোমাকে বিশদ জানিয়ে দেওয়া হবে। ৫ তারিখ দেখা হচ্ছে তাহলে ভাষার প্রেমে উঠে দাঁড়িয়ে কেরিয়ারের মরা গাঙে জোয়ার আনতে

