Brought to you by Adhyayan Academy, Bengal’s most trusted and loved online training institution for WBCS and other competitive examinations. We offer offline training only in Siliguri.
এসো হে বৈশাখ, এসো, এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। বৎসরে আবর্জনা দূর হয়ে যাক , যাক,যাক।
" নববর্ষই " বলে দেয় নতুনের আগমন, পুরানোর অতৃপ্ত স্মৃতির বিলীন। যা নিয়ে বাংলা ও বাঙালি অনেক স্বপ্নের জাল বুনে মনের মনিকোঠায় । বাঙালির বারো মাসে তেরো পার্বণের পর্বে নববর্ষের অনুভূতি, ফেলে আসা ভারাক্রান্ত স্মৃতিগুলোকে মনের দিক থেকে অনেক হালকা করে দেয় । পৃথিবীর যেকোন প্রান্তে যেকোনো জাতির নতুনের আগমন কিংবা পুরানোর বিসর্জনের খেলা রীতি-নীতির দ্বারাই আত্মতৃপ্ত হয়, আর বাঙালির বর্ষবরণ তারিইএকটা অংশ। এই দিনটাতেই গ্রাম বাংলার প্রতিটি পরিবারের সকাল-সকাল রমণীদের শঙ্খের ধ্বনি, ফাঁকা জমিতে খড়েতে আগুন দেওয়ার চল অর্থাৎ অশুভের বিনাশ কিংবা শহরাঞ্চলে প্রতিটি পরিবারে তে মিষ্টিমুখ করানোর রীতিনীতি বলে দেয় বর্ষবরণকে নিয়ে বাঙালি জাতি অনেক স্বতঃস্ফূর্ত। পয়লা বৈশাখ মানেই একে অপরকে শুভেচ্ছা বার্তা জানানো, নতুন বছরে ব্যবসায়াদির লক্ষ্মী লাভে আরাধ্যদেবীর পূজার্চনা, বাঙালি আহারাদি, নতুন পোশাক পরার চল আরো কত কি।
কিন্তু আজ ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার(A.I) দুনিয়ায় মানব কুল নিজেদেরকে নতুন আদব কায়দাতে শুভেচ্ছা বার্তা পাঠানোই হোক কিংবা খাদ্য রসিক বাঙালি বর্ষবরণের উদযাপনকে অনেকটাই পাল্টে ফেলেছে। যেমন ধরুন- একসময় সমস্ত বন্ধু-বান্ধব টিফিনের খরচ বাঁচিয়ে সেখান থেকেই 'Greetings Card' বা 'অভিবাদন কার্ড' দেওয়ার যে চল ,তা আজ সোশ্যাল মিডিয়ার পেজে তে আটকে গেছে। কিংবা পরিবারের সকলে মিলে কব্জি ডুবিয়ে মাংস ভাত খাওয়ার আবেগ কোথাও গিয়ে রেস্তোরাঁ বা home delivery তে গিয়েই থেকে গেছে। আজ আমরা অল্প সময়ের মধ্যে শুভাকাঙ্ক্ষীদেরকে শুভেচ্ছা বার্তা পাঠাই ঠিকিই কিন্তু ওই একটা যে কোন মূল্যের 'অভিবাদন কার্ড' পাওয়ার যে অনুভূতি তার স্বাদ আলাদা ছিল।
তাই আমরা সবাই মিলে বর্ষবরণের আনন্দতে মেতে উঠি কিন্তু অনেকটাই পুরনো নিয়মের বিসর্জন এবং নতুন নিয়মের আভিজাত্যের ন্যয়। যেখানে হয়তোবা ভেবেও না ভাবা অভাববোধ গুলো কাজ করে যায় ।
তবুও অন্তিম লগ্নে বলা যায় বর্ষবরণের আবেগ, স্বতঃস্ফূর্ততা ,উন্মাদনা বাঙালির মধ্যে প্রজন্মের ন্যায় প্রজন্ম চিরতরে প্রবাহমান হয়ে চলবে।
~ভেদাভেদ মুছে পাক না মানুষ
মনুষ্যত্বের স্পর্শ ,
মানুষ শুধু হোক না মানুষ ,
" শুভ নববর্ষ "~
Download our App now
https://play.google.com/store/apps/details?id=co.penny.oecgd&pcampaignid=web_share