নীচের গদ্যাংশটির মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখুন : 40

এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে। তাহার মৃত্যুকাল উপস্থিত দেখিয়া সে তাহার অলস পুত্রদের একটি গোপনীয় কথা বলিয়া যাইবার জন্য তাহার শয্যার পার্শ্বে ডাকিয়া বলিল- ‘পুত্রগণ। আমি যে শস্যক্ষেত্রটি তোমাদের জন্য রাখিয়া যাইতেছি, তাহাতে প্রচুর গুপ্তধন আছে।’- এই কথাগুলি বলা শেষ হইলে বৃদ্ধের প্রায় শ্বাসরোধ হইয়া আসিল। তাহার পুত্ররা সমস্বরে বলিয়া উঠিল- ‘শস্যক্ষেত্রের কোন স্থানে উহা আছে?” বৃদ্ধ বলিল – “খুড়িলেই সেই গুপ্তধন পাইবে।” এই কথা বলা শেষ হইবামাত্র শ্বাসরোধ হইয়া বৃদ্ধের মৃত্যু হইল। গুপ্তধন ক্ষেত্রের ঠিক কোনখানে আছে, তাহা আর তাহার পুত্ররা জানিতে পারিল না। পিতার মৃত্যুর পর পুত্ররা সমস্ত শস্যক্ষেত্রটি খুড়িয়া ফেলিল, কিন্তু কোথাও কোনো গুপ্তধন মিলিল না। তবে খোরাখুড়ির ফলে সেই বৎসর ঐ ক্ষেত্রটিতে প্রচুর ফসল ফলিল। ইহাই সেই পিতৃকথিত গুপ্তধন।

Ans-                                                    শ্রমই সম্পদ

মৃত্যুকালে বৃদ্ধ চাষী তাঁর অলস ছেলেদের শস্যক্ষেতে রেখে যাওয়া গুপ্তধনের কথা বলে এটাও আভাস দেন যে খোরাখুড়ি করলেই সেই গুপ্তধন পাওয়া যাবে। তাঁর মৃত্যুর পরে ছেলেরা সেই জমি পুরো খুড়ে গুপ্তধন না পেলেও কর্ষিত জমিতে সেবছর প্রচুর ফসল হল। অলস ছেলেদের পরিশ্রমের ফসলই ছিল বৃদ্ধ চাষীর সেই গুপ্তধন I

To get Saptarshi Sir’s guidance for English/Economy or for overall WBCS/ PSC Miscellaneous Main or other exam preparation, call or WhatsApp us @6295350330. Classes for PSC Miscellaneous Main have already started. WBCS New batch is also going on. You can also download our app for online guidance using the link

https://play.google.com/store/apps/details?id=co.penny.oecgd&pcampaignid=web_share

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *