আজ তো ঋণ শোধের দিন
আজ দেনা মেটানোর দিন
আজ জীবনখাতার অপূর্ণ
হিসেব সাময়িক মেলানোর দিন।
নতুন আলোয়
নতুন সূর্যের ব্যক্ত হওয়ার দিন।
আজ অপ্রাপ্তি ভুলে
পাওয়াকেই বেছে নেওয়ার দিন।
ফেলে আসা শুষ্ক দিনের
ঝরে যাওয়া পাতা
দমকা বাতাসে উড়িয়ে নিয়ে
হারিয়ে যাওয়া সবুজকে ফিরে পাওয়ার দিন।
আজ নববর্ষ
বেকারের আবার নববর্ষ !
কাল থেকে বাবা খুব অসুস্থ।
মায়ের ডায়াবেটিসের চিকিৎসার পয়সাও নেই
তাও নববর্ষ।
কর্মহীন আমি,
শিক্ষা তো পেয়েছিলাম।
কিন্তু হালখাতা তো নেই আমার।
পাওনা তো কিছুই নেই।
আমাকে আবার কে দেবে ধার?
আমার আবার নববর্ষ !
তোমার নববর্ষ
সবার নববর্ষ
ছোট্টবেলার বন্ধুটার ও নববর্ষ
কিন্তু আমার?
বেকারের আবার নববর্ষ !
তবে ঋণশোধ একদিন করবই
আজ বেকার আছি
কিন্তু সেদিন হয়তো
অর্থ হবো।
মাথা উঁচু আর নাক নিচু করেই বাঁচবো।
না না পয়সা না
অস্তিত্বর।
বাঁচার।
স্বপ্নের।
বেকার না।
অর্থ হয়েই বাঁচবো সেদিন।
আমার নববর্ষ তাই অঙ্গীকারের
প্রতিজ্ঞার
আর ফিরে আসার
প্রতিশ্রুতির I
শুভ নববর্ষ।
❤️❤️🙏🙏