না বলা কথা বোঝার মানুষ কোথায়?
তাই সবাই বলছে
না দেখানো রাগ ভাঙানোর সময় কোথায়?
তাই সবাই ফুঁসছে
চারদিক এখন থমথমে
সবাই তো লড়ছে
জিততেই হবে সবাইকে
হেরে গিয়ে জিতলেও
তুমিই তো বলবে ওই যে ও
পিছিয়ে পড়ছে
অস্তিত্ব খুব সঙ্কটজনক
সবাই বোঝা বইছে
নিজের ওজন টানতে গিয়ে
নিজের জালেই পড়ছে
আমি, আমি আর আমি
তোমার স্থান কোথায়?
ওই যে নিজস্বীর ওপারে
বন্ধ ঘরে
গুমোট কোণায়, হাহাকারে
অনাহারে আর ব্যর্থতায়
কতদিন হাসিসনি প্রানভরে?
সময়ই তো নেই
হাসতে গেলে আবার যদি তুমি বলো
বড্ড আনকোরা, চলবে না একদিনও
থামলে তাই চলবে না হে
ডঙ্কা তোমার বাজাতেই হবে
কাল থেকে তুমি এতো চুপ
নিশ্চয়ই হেরে গেছো তুমি?
আরে জানান দাও আছো
দেখাও স্বাভিমান
হয়ে যাক আজ নতুন কিছু
নতুনভাবে আত্মপ্রকাশ
না দেখা ভোরের
পিয়াসী কোথায়?
সবাই তাই ঘুমোচ্ছে
না শোনানো গানের
শ্রোতা কোথায়?
সবাই তাই গাইছে
সত্যিই স্যার, না শোনানো গানের কোনও শ্রোতা হয় না, সেই গান নিজের প্রানেই বাজতে থাকে।। সবাই লড়ছে, লড়ে যেতে হবে, সবাই যোদ্ধা , এই তো জীবন ।।