এই শীর্ষকে প্রকাশিত সব লেখা আমার বাঙালি হওয়ার গর্বের সমার্থক আর খুব শীঘ্রই প্রতিটি লেখা আমার সম্পাদনায় একটা বই হিসেবে মুখ দেখতে চলেছে I

‘ভুলে যাওয়া বাঙালি’ এই শিরোণামে প্রতি বুধবার ও রবিবার আমাদের ওয়েবসাইট www.saptarshinag.in এ প্রকাশিত হবে একটি করে অধ্যায় | আর সেই লেখা হবে তোমাদের | বাংলার এমন কৃতি সন্তানরা যাঁদের আজ মানুষ ভুলে গেছে তাঁদের নিয়ে গবেষনামূলক লেখার সিরিজ এটি | লিখতে হবে বাংলায় | সেরা লেখাগুলো স্থান পেতে পারে kindle এ প্রকাশিত বইয়ে | তাই চটপট পাঠিয়ে দাও নিজের লেখা nagsaptarshi@gmail.com এই মেইল আইডি তে | ওয়ার্ড ফাইল এ শুধুমাত্র পাঠানো যাবে লেখা | লেখার গুণমান বিচার করে শুধুমাত্র ভালো লেখাই কিন্তু প্রকাশ পাবে | শব্দের কোনো সীমারেখা নেই | লেখা পাঠানোর ও ডেডলাইন নেই | এই সিরিজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ও তোমাদের |

এখনো পর্যন্ত প্রকাশিত লেখা দেখতে নিচের লিঙ্কে যান

ভুলে যাওয়া বাঙালি – প্রথম অধ্যায় – শিশিরকুমার ঘোষ

ভুলে যাওয়া বাঙালি- পর্ব ২- ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়