Uncategorized আমার দেখা মিলখাজি by Saptarshi Nag সপ্তর্ষি নাগ মানুষটার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত আজ হঠাৎ তরতাজা হয়ে উঠলো | শিলিগুড়ি কার্নিভাল চলছে | উদ্বোধন করতে এলেন তিনি | বয়স প্রায় পঁচাশি পেরোলেও উদ্দীপনা দেখলে বুঝবার উপায় নেই | মাটিগারার হোটেলে ঢুকেই ঢকঢক করে আস্ত দুটো বিয়ার শেষ করে…