কলমে অনিক সান্যাল আহঃ…. চায়ে একটা স্বস্তির চুমুক দিয়ে কাপটা আস্তে করে টেবিলের ওপর নামিয়ে রাখলেন বীরেশ্বরবাবু। কিন্তু তারপরেই ভুরুতে হালকা একটা ভাঁজ পড়লো তাঁর,” কী ব্যাপার, আজ আবার খবরের কাগজটা দিতে এতো দেরি করছে কেন?”পাশ থেকে মুচকি হেসে উঠলো বীরেশ্বরবাবুর মেয়ে মন্দিরা,…