Uncategorized তখন ছোটবেলা ছিল – সপ্তর্ষি নাগ by Saptarshi Nag বইয়ের ওজন কম ছিল আর খেলার বড়ো মাঠ ছিল রোববার মহাভারত ছিল আর বুধবার চিত্রহার ছিল রাত এলেই ঘুম ছিল আর চিন্তাগুলোও কম ছিল তখন ছোট্টবেলা ছিল আর বড়রাও অনেক ‘বড় ‘ ছিল বৃষ্টি পড়লেই ঠোঙা ছিল আর ঠোঙা দিয়ে নৌকো ছিল…